রামনবমীতে শিলিগুড়িতে মিছিল , সমস্যায় ফেললো বৃষ্টি
TODAYS বাংলা:
এদিন বৃষ্টির কারনে অনেকটা দমে গেলেও শিলিগুড়ির বাইরে থেকেও প্রচুর ভক্তদের আগমন হয়েছিল এই মিছিলে যোগদান করবার জন্য।এদিন মিছিলের পুরোভাগেই ছিলেন হিন্দু পরিষদের সমর্থকেরা।

সারা রাস্তা লাড্ডু এবং জল বিলি করতে করতে তারা এগিয়ে যাচ্ছিলেন।শিলিগুড়ির হিলকার্ড রোড,সেবক রোড এবং বর্ধমান রোডে এক বিশাল ক্যা ম্পের আয়োজন করা হয়েছিল।

যেখান থেকে পথচারীরা প্রয়োজনীয় সাহায্য পাচ্ছিলেন।গোটা শিলিগুড়িই এদিন অবরুদ্ধ হয়ে যায় রামনবমীর মিছিলের কারনে।

