নরেন্দ্র মোদীর ৮ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা
TODAYS বাংলা : আজ বিজেপির বীরভূম জেলা মহিলা মোর্চার নেতৃত্বে হাঁসন বিধানসভার তারাপীঠে মাননীয় প্রধানমন্ত্রী মোদি জীর আট বছর পূর্তি উপলক্ষে সেবা,সুশাসন ও গরীব কল্যাণ যোজনার অঙ্গ হিসাবে “প্রভাত ফেরীর” আয়োজন করা হয়।

এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সহ-সভাপতি মাননীয় শ্যামাপদ মন্ডল,জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা,রাজ্য তপশিলী মোর্চার সম্পাদক মাননীয় কৃষ্ণকান্ত সাহা,জেলা মহিলা মোর্চার সভানেত্রী মাননীয়া রশ্মি দে সহ রাজ্য,জেলা ও মন্ডল নেতৃত্ব।