April 20, 2025 | Sunday | 4:09 AM

বিশিষ্ঠ সমাজসেবী তথা আইমা সর্ব ভারতীয় সভাপতি সৈয়দ খালেদ হোসেন এর গাড়িতে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে আইমার উদ্যোগে হটুগঞ্জে মিছিল ও প্রতিবাদ সভা করে

0

বাইজিদ মন্ডল TODAYS বাংলা:- গত কয়েক দিন আগে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন (আইমা) এর সর্ব ভারতীয় সভাপতি সৈয়দ খালেদ হোসেন সাহেবের মেদনিপুরে গাড়ির উপর দুষ্কৃতীদের হামলা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের সমস্ত অরাজনৈতিক দলগুলি। এদিন তারই প্রতিবাদে এবার অভিনব কায়দায় হোটুগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল।

শক্রবার বিকালে নামখানা,কাকদ্বীপ,উস্থি ও হোটুগঞ্জ আইমা ইউনিট এর পক্ষ থেকে আল আমিন মিল্লি মিশন থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। গোটা শহর মিছিল পরিক্রমা করার পর ১১৭ নম্বর জাতীয় সড়ক হটুগঞ্জ গোলপার্ক মোড়ে শেষ হয়ে,ঐ স্থানে কিছুক্ষনের জন্য শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন,দক্ষিন ২৪ পরগনা জেলার আইমা ইউনিট এর একনিষ্ঠ কর্মী আব্দুল কাদের ফতেহী, নামখানা আইমা ইউনিট এর পক্ষে শরীফ খান, কাকদ্বীপ আইমা ইউনিট এর পক্ষে রইসুদ্দীন সাহ,সামাদ শেখ, উস্থি আইমার পক্ষে ফরিজুল ইসলাম সহ হটুগঞ্জ আইমা ইউনিট এর একনিষ্ঠ কর্মী মালেক সাহেব সহ আরও অনেকে।


পাশাপাশি এই দিন কলাকুশলীর মাধ্যমে এই মিছিলে দেখা যায় শতাধিক ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে প্লাগ নিয়ে প্রতিবাদে সামিল হয় যা দেখে উৎসাহিত হয় সাধারণ পথ চলতি মানুষ থেকে আইমার সকল কর্মী সমর্থকরা। আইমা র দক্ষিন ২৪ পরগনা জেলার একনিষ্ঠ কর্মী আবদুল কাদের ফাতেহি জানিয়েছেন প্রতাপপুর দরবার শরীফ এর বিশিষ্ঠ সমাজসেবী তথা আইমার সর্ব ভারতীয় সভাপতি সৈয়দ খালেদ হোসেন এর গাড়িতে কিছু দুষ্কৃতী বোমা মেরেছে,এই কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষন করছি অতিসত্বর ঐ দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তা নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আইমার কর্মী সমর্থকরা।তবে এই দিন যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে মোতায়েন ছিল পুলিশবাহিনী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *