April 20, 2025 | Sunday | 7:10 PM

প্রসেনজিৎ পাল ও সৌমাল‍্য দত্ত-র নতুন পথ চলা শুরু- বিগ বূল মোশান পিকচার্স

0

TODAYS বাংলা:

এবার পুরোদস্তুর প্রযোজনায় হাতেখড়ি হল শেয়ার মার্কেট বিশেষজ্ঞ প্রসেনজিৎ পাল-র। শেয়ার বাজার ও শেয়ার বাজার সম্পর্কিত ব‌ইয়ের জগতে নিজের পায়ের তলার জমি শক্ত করে এবার নতুন পথের খোঁজে লেখক। শেয়ার ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে এক দশক পার করে ফেলেছেন প্রসেনজিৎ পাল। এইবার নিজের প্রোডাকশন হাউস Big Bull Motion Pictures লঞ্চ করলেন প্রসেনজিৎ।

এই নতুন উদ্যোগে প্রসেনজিৎ পাল গাঁটছড়া বেঁধেছেন প্রায় ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অভিনেতা এবং ফিল্মমেকার সৌমাল‍্য দত্ত -র সঙ্গে। বিদ্রোহী, মোহিনী-এর মতো ছবির প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন সৌমাল‍্য।

সাথে ব্রহ্মদৈত্য, ব‍্যধ , রহস্য রোমাঞ্চ সিরিজ এর মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সাথে দীর্ঘদিন স্টার জলসা,জী বাঙলা, কালার্স বাঙলা এর মতো টিভি চ্যানেলের বিভিন্ন মেগা সিরিয়ালে অভিনয় করেছেন।


এছাড়াও প্রর্জূন মজুমদার এর পরিচালনায় অন্তর্জাল ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সৌমাল‍্য দত্ত।

নিজের প্রোডাকশন হাউস নিয়ে ভীষণ এক্সসাইটেড প্রসেনজিৎ পাল ও সৌমাল‍্য দত্ত। অকপট প্রসেনজিৎ পাল জানান, ‘নতুন সফর শুরু করতে পেরে আমি থ্রিলড। সিনেমার প্রতি আমার ভালোবাসা বরাবরই ছিল, এইবার তা আরও এক মাধ্যম পেল।

Big Bull Motion Pictures-এর মাধ্যমে আমি সেই সব প্রতিভাকে সুযোগ করে দিতে চাই যাঁরা ইন্ডাস্ট্রিতে একটা ব্রেকথ্রুর জন্যে অপেক্ষা করে আছেন, রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। সৌমাল‍্য সাথে বলেন, এই প্রোডাকশন হাউস তাঁদের জন্যে যাঁরা আমার মতোই কোনও গডফাদার ছাড়া ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে চান। ক্যামেরার সামনে এবং পিছনে নবীন প্রতিভাদের জন্য আমার প্রোডাকশন হাউসের দরজা খোলা।’

প্রসেনজিৎ আরও বলেন, ‘সৌমাল‍্য আর আমি খুব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের কোনও সম্পর্কই নেই। কিন্তু আমাদের ইচ্ছা আমাদের মতোন সবাইকে সাথে নিয়ে বড়ো স্বপ্ন দেখে তাকে সফল করা আর ঠিক সেই কারণেই প্রোডাকশন হাউসের নাম দিলাম BIG BULL MOTON PICTURES ।
প্রসেনজিৎ পাল ও সৌমাল‍্য দত্ত-র দুজনেরই মতে, ‘ ছবি করার সময়ে তারকাদের থেকে কনটেন্টের উপর জোর দেব আমরা।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *