রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে শিলিগুড়িতে প্রতিবাদ সভা
TODAYS বাংলা: রান্নার গ্যাসের দামের দাম বেড়েছে প্রচণ্ডভাবে।তাই শিলিগুড়ির বঙ্গজননীর পক্ষ থেকে আজ এক প্রতিবাদ সভা করা হল শিলিগুড়ির ভেনাস মোড়ে।

বঙ্গজননীর সদস্যরা এদিন রান্নার গ্যাস এবং ব্যানার নিয়ে প্রতিবাদ জানান রান্নার গ্যাসের মুল্যবৃদ্বির কারনে।এদিন বঙ্গজননীর অন্যতম সদস্যা তনিমা ঘোষ জানান কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম বৃদ্বির কোন সীমা রাখছে না,

সাধারন মানুষ এবারে হয়ত তিনমাস পরপর গ্যাস কিনবেন আমাদের বঙ্গজননীর পক্ষ থেকে তাই আজ এই প্রতিবাদ সভা করা হল।এদিন বঙ্গজননীর সদস্যরা ফাকা সিলিন্ডার নিয়ে রাস্তায় প্রতিবাদে নামেন।

তারা সাধারন মানুষের কাছে জিঞ্জাসা করেন গ্যাসের দাম বাড়াতে কি তাদের গ্যাস কিনতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না।এরপর তারা একটু ফাকা জায়গাতে গিয়ে কাঠের মধ্যে হাড়ি বসিয়ে ভাত রান্না করেন।
