পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রতিবাদ মিছিল
TODAYS বাংলা, বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- লাগাতার ভাবে বাড়ছে দ্রব্যমুল্যের দাম। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোল, ডিজেলের দাম হোক কিংবা জিনিস পত্রের দাম। সবকিছুতেই আগুন ছোঁয়া দাম। বর্তমান এই বহুমুল্যের বাজারে নাভিশ্বাস উঠছে সংসার চালাতে।

তারই প্রতিবাদে আজ মঙ্গলবার বৈকালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেস ও তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে সরিষায়।

এদিন ডায়মন্ড হারবার ১১৭নম্বর জাতীয় সড়কে মিছিল নারায়ন তোলা থেকে কলাগাছিয়া মোড় পর্যন্ত কয়েক হাজার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিল হয়,তার পরই নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয় I




ব্লক ২ তৃনমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন এদিন তিনি বলেন যখন পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেল তেলের দাম বৃদ্ধি করেন নি।
