April 20, 2025 | Sunday | 6:38 AM

শিলিগুড়িতে ট্রাফিক পুলিশদের হাতে জল ও প্রয়োজনীয় জিনিস প্রদান

0

TODAYS বাংলা: আজ শিলিগুড়ির জলপাইগুড়ি মোড়ে পুলিশ কমিশনার গৌরব শর্মা ট্রাফিক পুলিশের হাতে তুলে দিলেন জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।যেটা গরমের হাত থেকে রক্ষা করবে এই ট্রাফিক পুলিশ কর্মীদের।

তিনি এদিন সকালে ট্রাফিক পুলিশের হাতে প্রথমে তুলে দেন জল এবং পরে 1st aid এর জিনিস পত্র।প্রখর গরমে গত কয়কদিন ধরেই প্রচণ্ড নাজেহাল হচ্ছিলেন পুলিশ কর্মীরা।

প্রচন্ড গরমে অসুস্থ পুলিশ কর্মীদের এদিন নির্দেশ দেওয়া হয় রোদে না দাড়িয়ে কোন ছায়ার নীচে দাড়াতে।প্রচুর পরিমানে জল খেতে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে।

শিলিগুড়ির প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে র পুলিশের হাতে এই প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পাবার প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।


এছারা শিলিগুড়ির প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টের পুলিশের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন রকমের ফলের জুস এবং GLUCON D।শিলিগুড়ির ভেনাস মোড়,সেবক মোড় এবং সফদর হাসমি চকের পুলিশের হাতে তুলে দেওয়া হয় জল এবং ফলের জুস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *