বর্ষায় বিপর্যসত জনজীবন
TODAYS বাংলা: বর্ষায় বিপর্যসত জনজীবন।ভেঙে গেছে বালাসন ব্রীজ। বন্ধ যান চলাচল, বিকল্প ব্যাবস্থা নিতে পুলিশ কমিশনার গৌরব শর্মার নেতৃত্বে রাস্তা ঠিক করবার কাজে নেমে পড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যানজট হচ্ছে প্রচণ্ডভাবে।

তাই বাড়তি দায়িত্ব নিয়ে যানযট সমস্যা মেটাতে শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মার নেতৃত্বে রাস্তা মেরামতের কাজেও নেমে পড়েছে প্রশাসন। আপাতত নৌকাঘাট দিয়েই বাগডোগরা যাতায়াত করবে যানবাহনগুলি।জানানো হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।জানা গেছে ব্রীজ তৈরী করতে সাতদিন লেগে যাবে,তাই বিকল্প রাস্তায় গাড়ি চলাচল করবে বলে জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।