সোমনাথ কুটটি-র প্রথম কাব্যগ্রন্থের প্রকাশ
TODAYS বাংলা, সৌরভ দত্ত :
কলামণ্ডলম ও শ্রুতিবৃত্তর যৌথ উদ্যোগে পালিত হলো এসো হে বৈশাখ -শীর্ষক এই অনুষ্ঠানটি পরিবেশিত হলো গুরু গোবিন্দন কুটটি প্রেক্ষাগৃহে।

গান,আবৃত্তি,নৃত্যের সমাহারে রঙিন এই বর্ষবরণ অনুষ্ঠানে সোমনাথ কুট্টি-র প্রথম কাব্যগ্রন্থ- “জীবনের নানা রং” প্রকাশ করলেন কিংবদন্তি নৃত্যগুরু সোমনাথ-জননী শ্রীমতি থানকামনি কুট্টি ।

নিজের ছেলের প্রথম বই প্রকাশ করে তিনিও আপ্লুত। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, নীতা বিদ্যার্থী, তানিয়া দাস, শুভদীপ চক্রবর্তী প্রমুখ।

আত্মবিশ্বাসী সোমনাথ সহজ সরল অনুভূতিগুলোকে তুলে ধরতে চেয়েছেন তাঁর কবিতাগুলির মধ্যে দিয়ে ।
