পুরীর আদলে জগন্নাথ মন্দির নির্মাণ কার্য শুরু দীঘায়
মমতা ব্যানার্জির অভিনব প্রয়াস, কর্মসূচি।এর উপর ভিত্তি করে আরেক অভিনব প্রয়াস ছিল ” পুরী’র আদলে জগন্নাথ মন্দির” নির্মাণ ।সেই প্রয়াস কে বাস্তবায়নের রূপ দিলেন জননেত্রী মমতা ব্যানার্জি।তিনি দীঘা’য় এই মন্দির নির্মাণ কার্য শুরু করেন।দীঘা’য় উপকূলবর্তী এলাকায় এই মন্দিরের কনস্ট্রাকশন শুরু হয়েছে ইতিমধ্যে।খুশি পর্যটক থেকে ব্যাবসায়ী।এলাকার সমাজসেবী দীপক সার জানান, পুরী’র আদলে এই জগন্নাথ মন্দির হওয়ায় মানুষেরা এখানে প্রচুর ভিড় জমাবেন।তাছাড়া এখানকার ব্যাবসায়ীরা ব্যাবসায় উন্নতি লাভ করবে তা জানান তিনি।মন্দিরটি পর্যটকদের কাজে এক বাড়তি পাওনা রূপ নিবে।