কুশ ফ্যাশন ওয়ার্ল্ড নিবেদিত অক্ষয় তৃতীয়া সঙ্গে রাই কিশোরী কালেকশন
TODAYS বাংলা: টলি জগতের চেনা অভিনেতা সুবান রায় এবং অভিনেত্রী রেশমা মন্ডল। রেশমা মণ্ডলকে আমরা টিভির পর্দায় আদরের বোন সিরিয়ালে দেখিছি। অভিনেতা সুমন রায়ের ও উজ্জল উপস্থিতি বহি সিরিয়াল এবং ফিল্মে।


আজ তারা তাদের ব্যস্ত সময়র মধ্য থেকে বেরিয়ে ফটো শুট করেছেন কুশের সঙ্গে। এবারের শুটে অভিনব চমক ছিল রাই কিশোরী ব্র্যান্ড নিউ কালেকশন গামছা দিয়ে নকশা করা ড্রেস। গামছার ঐতিহ্যও কে নতুন রুপে নতুন ভাবে সকলের সামনে তুলে ধরেছে ডিজাইনার রাই কিশোরী।

কুশ ফ্যাশন ওয়ার্ল্ড পরিতিচিত সমসময় অভিনেতা অভিনেত্রী দের নিয়ে কাজ করার জন্য। গতকাল অক্ষয় তৃতীয়াকে উপলক্ষ্য করে এ ডি স্টুডিওতে কুশ এবং রাই কিশোরীর নতুন কালেকশন নিয়ে ফোটো শুট আয়োজিত করা হয়।

কুশের কাজ আগামী দিনে এই ভেবেই চলতে থাকবে নব কোনো ঐতিহ্যর মধ্য দিয়ে। আজকের এই শুটে মেক আপ করেছেন সানি রায়। ফটোগ্রাফি করেছেন রিভিভার রাহুল। সবাইকে আগামী দিনে আরও ভালো ভালো কাজ করার জন্য TODAYS বাংলার পক্ষ থেকে রইলো শুভেছা

