দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে বিশ্বকর্মা পুজোর আয়োজন করল রেলকর্মীরা
TODAYS বাংলা: বিশ্বকর্মা পুজোর দিন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ ডি এইচ আর এর কারশেডে পুজোর আয়োজন করল রেলকর্মীরা । জানা গিয়েছে টয়ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর থেকেই রেল কর্মীরা ওই কারসেডে পুজো করে আসছেন ।

গত দু’বছর করোনার কারণে ছোটো করে পুজা করা হয়েছিল । তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবারও বড় আকারে পুজো করা হচ্ছে । এদিন সকাল থেকেই টয় ট্রেনের ইঞ্জিন গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মালা দিয়ে সাজিয়ে পুজো করা হয় ।
রেলকর্মী বিকাশ সিংহ বলেন , গত দু’বছর করোনার কারণে সামান্যভাবেই পুজো করা হয়েছিল । এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতে বড় করে পুজো করা হচ্ছে । তবে তারা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেছেন যাতে টয়ট্রেন পরিষেবা ভালো থাকে মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় ।