রাজু দাস শিলিগুড়ির তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম আইকন
TODAYS বাংলা: রাজু দাস শিলিগুড়ির তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম আইকন।সেবামুলক কাজ বলতে গেলেই তৃণমূল যুব কংগ্রেস এখন রাজু দাসকেই বোঝায়।মানুষের বিপদে মানুষের প্রয়োজনে পাওয়া যায় দাদাকে এমনটাই প্রচলিত আছে শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস মহলে।একধারে ব্যাবসায়ী এবং অন্যদিকে রাজনীতিবিদ হিসাবে রাজু দাসের নাম অপরিহার্য শিলিগুড়ির বিভিন্ন এলাকাজুড়ে।

খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজসেবামুলক কাজে জুড়ি মেলা ভার রাজু দাসের। শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই দরকার হলে দৌড়ে যান রাজু দাস,এমনটাই প্রচলিত আছে শিলিগুড়ির মানুষের কাছে। নিজে প্রায় সব পূজাই করেন।আবার কেউ যদি পূজা করেন তাকেও উৎসাহ দেন তিনি। আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি এবং বিপদে আপদে তাদের পাশেই দাড়াতে চাই জানালেন তিনি।এভাবেই চলতে চান শিলিগুড়ির ব্যাবসায়ী এবং রাজনীতিবিদ রাজু দাস।