এই পৌরসভার সব কিছু ব্যবস্থা আছে আছে হসপিটাল, আছে পুজালী থানা পুজালী স্বাস্থ্য কেন্দ্র
TODAYS বাংলা: আনুমানিক ২৫ বছর পুজালী পৌরসভা। এই পৌরসভার সব কিছু ব্যবস্থা আছে। আছে হসপিটাল, আছে পুজালী থানা। পুজালী স্বাস্থ্য কেন্দ্র। অগ্নি নির্ধারণ কেন্দ্র। নেই শুধু ইলেকট্রিক চুল্লি। পুজালী বাসীদের দীর্ঘদিন এই সমস্যা মধ্যে পড়তে হয়। পুজালী ৪ নম্বর ওয়ার্ডে, একটি পুরাতন শ্মশান ছিল, যা এখন বিলুপ্তির পথে।



বৈধ কাগজপত্র পাওয়া যায় না বলে, পুজালী বাসীকে আসতে হয় বজ বজ পৌরসভা ইলেকট্রিক চুল্লিতে দাহ করার জন্য, অথচ। শ্মশানের পার্শ্ববর্তী জায়গায় চলছে অবাধে জেটিঘাটে সাইকেল রাখার গ্যারেজ, শ্মশানের পাশে চলছে ইটভাটা। সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনিক কর্তারা এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে না। আমাদের টুডে বাংলা ক্যামেরায়। দেখা গেল সেই শ্মশানের করুন অবস্থা