গ্রীন রুমে আর রঙের প্রতি এক অভাবনীয় সংযোগ রাকেশের!
TODAYS বাংলা, প্রীতি পাত্র: ছোটো থেকেই রঙ তুলি মেকআপ প্যাটেলের প্রতি আলাদাই আর্কষন রাকেশ দে-এর। ছোটো থেকেই নৃত্য শিল্পী হিসেবে পরিচিতি আছে রাকেশের। আর তার জন্যই অনেকটা সময় গ্রীন রুমে কেটেছে রাকেশের। আর সেখান থেকেই মেকআপের প্রতি তার আর্কষন। রাকেশ বলেন, ” ছোটো থেকেই নাচ করতাম আমি।

আর তার জন্যই গ্রীন রুমে অনেকটা সময় আমাকে কাটাতে হত। রঙের প্রতি বরাবরই আমার একটা ভালোবাসা ছিল। আর যখন গ্রীন রুমে দেখতাম রঙ বেরঙের মেকআপ প্যালেট দিয়ে মানুষ সুন্দর ভাবে সেজে উঠত, তখন থেকেই মেকআপের প্রতি আমার আর্কষন আরও বাড়লো ।

সবসময় ভাবতাম আমিও যদি কাওকে ঠিক এইভাবে সাজিয়ে তুলতে পারতাম। সেই ভাবনা থেকেই আজ আমি এই জায়গায় এসেছি। ” প্রায় ৪ বছর একজন মেকআপ আর্টিস্ট হিসেবে প্রফেশনালি ভাবে নিজের হাতে মেকআপের সেট তুলে নিয়েছেন রাকেশ ।

পরিবারে সবার পেশা আলাদা থাকলেও নিজে সবসময় মেকআপ নিয়ে মন খুলে বাঁচতে চেয়েছেন। মন খুলে কাজ করতে চেয়েছেন। আর সেটাই করেছেন। ৪ বছরের মধ্যে নিজের স্বপ্ন পূরণ করতে নিজস্ব একটি স্টুডিও করেছেন রাকেশ।

যেখানে তিনি মেকওভার করা থেকে শুরু করে মেকআপ শেখানোর কাজ সবই করে থাকেন। খুব নিপুণতা ও ধৈর্য্যের সঙ্গে তিনি তার প্রত্যেকটি কাজ সম্পন্ন করেন।

কেউ যদি ওনার কাছে মেকআপ শিখতে চান বা নিজের মেকওভার করতে চান তাহলে অবশ্যই ৯৩৩০১৯৪৫৭৫ এই নাম্বারে যোগাযোগ করুন। পার্টি মেকআপ থেকে শুরু করে ব্রাইডাল সবকিছুই পেয়ে যাবেন এখানে।

সদ্য TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ দ্বিতীয় বর্ষের ব্যানার শ্যুটেও মেকআপ আর্টিস্ট
হিসেবে কাজ করেছেন রাকেশ দে। তিনি বলেন, ” এটা আমার TODAYS বাংলা – এর সাথে প্রথম কাজ ছিল। আর আমার প্রথম অভিজ্ঞতা সত্যিই খুব ভালোছিল। TODAYS বাংলা – এর সাথে জড়িত প্রত্যেকটি মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই আমায় এই সুযোগ টা করে দেওয়ার জন্য। “