শিলিগুড়িতে আজও পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব
TODAYS বাংলা: শিলিগুড়িতে আজও পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আজ শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাখিবন্ধন উৎসব পালিত হল শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে।আজ এয়ারভিউ মোড়ে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এবং কর্মীরা পথ চলতি মানুষ এবং রিষ্কাওয়ালাদের হাতে পড়িয়ে দিলেন রাখি।আজ শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে মেট্রোপলিটন পুলিশের মহিলা সদস্যরা রাখি পড়িয়ে দেন একেবারেই সাধারন মানুষের হাতে।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান আমাদের লক্ষ ছিল রাখির মাধ্যমে গোটা শিলিগুড়িকে এক করা।আমরা কিছুটা হলেও সফল হয়েছি হয়ত। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে রাখি পড়িয়ে মিষ্টি খাওয়ানো হয়।প্রায় দেড় হাজার মানুষের হাতে রাখি পড়িয়ে দেওয়া হয়।