রাখির উৎসব সবার মধ্যে তাই এবারে সেই সত্যকেই তুলে ধরলেন শিলিগুড়ির ১৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং গৃহবধু তনিমা ঘোষ
রাখির উৎসব সবার মধ্যে তাই এবারে সেই সত্যকেই তুলে ধরলেন শিলিগুড়ির ১৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং গৃহবধু তনিমা ঘোষ।পেশায় তিনি শিলিগুড়ি সূর্যসেন কলেজে কর্মরত,কিন্তুু সারাটা বছর গরীব এবং অসহায় মানুষদের পাশে থাকাটা তার নেশার মধ্যে।সবাই যখন রাখি পড়িয়ে যাচ্ছেন নিজেদের দাদা এবং ভাইদের তনিমা তখন রাখি নিয়ে ছুটেছেন অসহায় অবহেলিত মানুষদের পাশে।তার কথায় এদের হাতে রাখি পড়িয়ে আমি যা আনন্দ পেলাম সেটা আমার কাছে সারাটা জীবনের সম্পদ হয়ে থাকল।আমি চাই এদের পাশে যেন সারাটা বছর এইভাবেই থাকতে পারি।

এদিন তিনি রাখি পড়াতে ছুটে যান শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে,রাখি পড়িয়ে দেন হাসপাতালের বাইরে থাকা টোটো চালক এবং নার্সিংহোমের দায়িত্বে থাকা গার্ডদের হাতে। সবকিছু ভুলে গিয়ে কিছুক্ষনের জন্য ওই অসহায় মানুষগুলোর মুখও ভেসে ওঠে হাসিতে।আমি চাই আগামীবারেও এইসব মানুষগুলোর মুখে হাসির ফোয়ারা ফোটাতে। ভগবান যেন সেই শক্তি টুকু আমাকে দেন।তবেই আমি মনে করব আমার রাখি পড়ানো সার্থক হয়েছে।জানালেন তনিমা ঘোষ।