রামকৃষ্ণ জুয়েলারি ছাদের একাংশ ভেঙে ওই আনাজ ব্যবসায়ীর মাথা ফেটে আহত হন
চন্দন পোল্লেঃ আজ হাওড়া ডোমজুড় বেগড়ী বাজারে রামকৃষ্ণ জুয়েলারি সামনে মৃত্যুন ঘোষ নামে এক ব্যবসায়ী আনাজ বিক্রি করেন , এবং সেই রামকৃষ্ণ জুয়েলারি ছাদের একাংশ ভেঙে ওই আনাজ ব্যবসায়ীর মাথা ফেটে আহত হন এবং তাকে ওখানকার যারা ব্যবসায়ী আছে তারা তাকে ধরে নিয়ে ডোমজুড় হসপিটালে এমার্জেন্সি তে নিয়ে যায়।
হাওড়া থেকে চন্দন পোল্লে এর রিপোর্ট