April 20, 2025 | Sunday | 3:26 AM

রামপুরহাট পুরসভা নির্বাচনে সমাজবিরোধীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়

0

মৃন্ময় লাহিড়ী: রামপুরহাট শহরের এগারোটা নাগাদ ।পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহারের প্রতিবাদে এবং সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবিতে রামপুরহাট এস.ডি.ও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনদিল। এর আগে রামপুরহাট শহরে মিছিল করে জমায়েত হন ।উপস্থিত রাজ্য বিজেপির সহ-সভাপতি মাননীয় শ্যামাপদ মন্ডল, বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় ধ্রুব সাহা,রাজ্য কিষাণ মোর্চার সহ-সভাপতি মাননীয় অরুপ চৌধুরী,জেলা বিজেপি সাধারণ সম্পাদক মাননীয় শান্তনু মন্ডল,জেলার সহ-সভাপতি মাননীয় স্বরুপ রতন সিনহা, রামপুরহাট নগর মন্ডলের সভাপতি মাননীয় নীলকন্ঠ বিশ্বাস সহ রাজ্য ও জেলা নেতৃত্ব।
রামপুরহাট থেকে মৃন্ময় লাহিড়ীর রিপোর্ট বীরভূম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *