রানীডাঙ্গা নেতাজী মিনি মার্কেটকে সরিয়ে নেওয়ার দাবি হাইকোর্টে
TODAYS বাংলা: করোনা অতিমারীর দিনগুলোতে সাধারন মানুষের সুবিধার জন্য রানীডাঙ্গা নেতাজী মিনি মার্কেটকে সরিয়ে নেওয়া হয়েছিল রানীডাঙ্গা কালারাম হাইস্কুলের মাঠে ৷ এরপর করোনা অতিমারী কেটে গেলেও সেখানেই চলছিল মার্কেট ৷
তারপর সেই মার্কেটকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আইনী পদক্ষেপ নিতে হাইকোর্টে অভিযোগ দায়ের করে নেতাজী মিনি মার্কেট ব্যবসায়ী সমিতি ৷ হাইকোর্টের নির্দেশ মত ৩ সেপ্টেম্বর ছিল তার শেষ দিন ৷ কিন্তু সে দিনও সেখানে বসেছিল মার্কেট ৷

এদিন সেখানে মার্কেট সরানোর জন্য কোনো প্রশাসন না থাকায় মার্কেটকে সরিয়ে নেওয়ার নিয়ে সেখানে শুরু হয় দুই ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে বিবাদ । সেখানে ছিল নেতাজী মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি ও কালারাম নয়া বাজার কমিটি ৷ শেষ মূহুর্তে অবশ্য মীমাংসা সূত্র না পেয়ে পুরো মার্কেট বন্ধ করে দেয় তারা ।তাদের অভিযোগ মিমাংসা না করে মার্কেট খুললে সমস্যা আরো বাড়বে এবং মতবিরোধ বাড়বে।তাই মার্কেট আপাতত বন্ধ করে রাখা হল।