জীবনের যুদ্ধে লড়াই করে চলেছেন শিলিগুড়ির চম্পাসারির বাসিন্দা রঞ্জিত পাসোয়ান
TODAYS বাংলা: অভাবের সংসার,দিনের খাবার যোগার করাই দুষ্কর।তবু হার না মেনে জীবনের যুদ্ধে লড়াই করে চলেছেন শিলিগুড়ির চম্পাসারির বাসিন্দা রঞ্জিত পাসোয়ান।ভ্যানচালক রঞ্জিত পাসোয়ান বিহারের বাসিন্দা।কর্মসুত্রে থাকেন শিলিগুড়িতে।থাকেন মা স্ত্রী এবং দুই সন্তান।দুই মেয়েই স্থানীয় একটি ইষ্কুলে পড়াশোনা করে।তাদের ইষ্কুলে নিয়ে যান ভ্যানে করে তার বাবাই।

জানালেন আগের মত আর আয় নেই,দুবেলা দুমুঠো খাবার যোগার করাই যেখানে মুষ্কিল সেখানে মেয়েদের পড়ানো,তবুও হার না মেনে দুই মেয়েকে পড়াশোনা শেখাচ্ছেন তিনি,নিজেরা জানেন না পড়াশোনা তাই দিদিমনি রেখেই পড়াশোনা করিয়ে চলেছেন।রঞ্জিত পাশোয়ান জানালেন এটুকু তো করতেই হবে আমাদের,আমাদের দুজনের অনেক অনেক আশা আমাদের সন্তান লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে,তার স্ত্রী ববিতা পাশোয়ানও বসে নেই।বিকেলে চপ,মুড়ি এবং স্যালাডের মাখা বিক্রি করছেন,জানালেন আমাদের 5জনের সংসার,না খেলে ঠিক থাকবো কিভাবে?আমরা যে কারনে এখানে এসেছি সেটা সফল তো করতেই হবে আমাদের।আমাদের ইচ্ছা আমাদের মেয়েদের লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাড়িয়ে বিয়ে দেওয়া আর আমরা সেটাই করবো জানালেন দুজন লড়াই করা সৈনিক,যারা জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন।