ধর্ষণের প্রতিবাদে অভিযুক্ত বি এস এফ
TODAYS বাংলাঃ উপরের হেডলাইনটি পরে যেই রক্ষক সেই ভক্ষক প্রবাদতির কথা মনে পরে গেল তাই না। মনে পড়া স্বাভাবিক তবে কোন লাইনের ওপর জোর দিয়ে সম্পূর্ণ গল্প বানানো একদমই উচিত নয়। আসল ঘটনাটি জানলে হয়তো আপনি বিচারের কথা ভাববেন। ঘটনাটি আসলে যাকে বলে হিন্দি সিনেমার দৃশ্য। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটে গেছে চাঞ্চল্যকর ঘটনা। নিজের নাবালিকা মেয়ের অভিযুক্ত ধর্ষণকারীকে নিজের রিভলভার থেকে গুলি করে হত্যা করলেন এক প্রাক্তন বিএসএফ জওয়ান। ওই প্রাক্তন বিএসএফ জওয়ানের নাম ভগবত।
তার নাবালিকা কন্যাকে অপহরণ ও ধর্ষণের অভিযুক্ত দিলশদ দুই মাস আগে জামিনে মুক্তি পেয়েছে। সে তার আইনজীবীর সাথে আদালত চত্বরে এসেছিল। গেটের বাইরে অপেক্ষা করছিল আইনজীবীর জন্য। যেখানে দাঁড়িয়েছিল প্রাক্তন প্রাক্তন বিএসএফ জওয়ান এবং তার ছেলে। সেই সময় প্রাক্তন বি এস এফ জাওয়ান ভগবত নিজের রিভলভার থেকে তাকে গুলি করে। গুলি সরাসরি তার মাথায় লাগে । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর ভগবত ও তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার কারণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।