রথযাত্রা লোকারণ্য
সনৎ বর্মন, কোচবিহার।
অতি মারীর দাপটে ২ বছর নমো নমো করে সারার পর এ বছর আবার সেই পুরনো ছবি দেখা যাবে জগন্নাথ দেবের রথ মাথাভাঙ্গা ২ নং ব্লকের নিশিগঞ্জে।
২ বছর পর আবার চেনা ছবি ফিরছে নিশিগঞ্জে রথ মেলায়।
১ জুলাই, শুক্রবার পুরো দস্তর রথযাত্রা অনুষ্ঠিত হলো।
এদিন লক্ষ্য করা যায় বাড়ির, পাড়ার ছোট্ট জগন্নাথ দেবের রথ নিয়ে নিশিগঞ্জ বাজার এলাকায়।

পরিক্রমণ করেন, এছাড়া জগন্নাথ দেবের রথ মেলায় প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ১ জুলাই শুক্রবার পুরো দস্তর রথযাত্রা অনুষ্ঠিত হলো।

১ জুলাই শুক্রবার থাকায় ২ জুলাই শনিবার রথযাত্রা মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলার কর্তৃপক্ষ।
মেলা কোন রকম বিশৃঙ্খলা এড়াতে সমস্ত রকম ব্যবস্থা নজর রাখছে পুলিশ প্রশাসন।
