ডুয়ার্সের চা শিল্পে এসএসসি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয়
TODAYS বাংলা:
ডুয়ার্সের চা শিল্পে এসএসসি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয় প্রসন্ন রায়ের মতো অনেকেই বিনিয়োগ করছেন। এতে বন্ধ ও রুগ্ন চা বাগান খুলেছে। এইভাবে বাইরে থেকে প্রসন্ন রায়ের মতো ব্যক্তিরা চা শিল্পে পুঁজি বিনিয়োগ করলে সেটা আপাত দৃষ্টিতে ভালো। কিন্তু চা বাগান বন্ধ হলে শ্রমিকদের দুর্দশার শেষ থাকবে না। প্রসন্ন রায়ের ডুয়ার্সের চা শিল্পে কোটি কোটি টাকার পুঁজি ঢালার বিষয় নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী।

পার্থ চ্যাটার্জির আত্মীয় প্রসন্ন রায়ের ডুয়ার্সের চা বাগান ও রিসর্টে অর্থ লগ্নি নিয়ে এবার মুখ খুলল চা শিল্প মহল। ডুয়ার্সের বামনডাঙা ও সামসিং এই দুটি চা বাগানের বর্তমান মালিক যে প্রসন্ন রায়ের ভাই জয়ন্ত এই সত্য স্বীকার করেছে ডুয়ার্স ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন এবং ক্ষুদ্র চা বাগান মালিক সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি অ্যাসোসিয়েশন ( সিস্টা)। প্রসন্নর কেনা সামসিং ও বামনডাঙা চা বাগানদুটি ডিবিআইটিএ-র সদস্যভুক্ত চা বাগান।
ডুয়ার্সের বামনডাঙা চা বাগান ২০১৯ সালে নিজের নামে করেছিলেন প্রসন্ন রায়।তিনি অবশ্য বামনডাঙা চা বাগানের শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে ভালোভাবেই বাগান পরিচালনা করছিলেন। গত বছর পুজোর আগে অক্টোবর মাসে প্রসন্ন রায় বাগানের মালিকানা নিজের ভাই জয়ন্ত রায়কে দিয়ে দেন। অন্যদিকে সামসিং চা বাগানের মালিক সজ্জন আগরওয়াল ছিলেন। কিন্তু বেশ কয়েক বছর ধরে এই চা বাগানের বোর্ড অফ ডিরেক্টর জয়ন্ত রায়। ডিবিআইটিএ সচিব সঞ্জয় বাগচী জানিয়েছেন, সামসিং ও বামনডাঙা এই দুই চা বাগানের মালিকানা জয়ন্ত রায়ের নামেই রয়েছে। তবে নেপথ্যে প্রসন্ন রায় আছেন কিনা তা নিয়ে সঞ্জয় বাগচি মন্তব্য করতে চাননি।