রেস্টুরেন্টে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য
নারায়ণ সরকার,: মালদা:
বড়োসড়ো চুরির ঘটনা ইংরেজ বাজারের যদুপুর গার্ডেন ইন রেস্টুরেন্টে। প্রায় লক্ষাধিক টাকা ক্যাশ এবং লক্ষাধিক টাকার বিলেতি মন চুরি করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে যদুপুর গার্ডেন ইন রেস্টুরেন্ট সিলিং এর এডবেস্টার কেটে নিচে নেমে ক্যাশ কাউন্টার থেকে তালা ভেঙ্গে লক্ষাধিক টাকা ক্যাশ চুরি করে এবং বিলিতি মদের গোডাউন থেকে লক্ষাধিক টাকার বিনিময় চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। জানুয়ারি মাসে একই রকম ঘটনা ঘটেছিল অভিযোগ ইংরেজ বাজার থানা জানালে কোন রকমের উদ্যোগ গ্রহণ করেনি ইংরেজ বাজার থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুনরায় বড় সর ও চুরির ঘটনা ঘটে ধরা পড়ে সিসিটিভি ফুটেজ। পুলিশকে জানিয়েছে এবং ফুটেজ দেখানোর পরেও হেলদোল নেই পুলিশের এমনটাই অভিযোগ রেস্টুরেন্ট মালিকের। তিনি আরো জানান এইভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে ব্যবস্থা করা বড় দায় হয়ে পড়বে সকলের ওই। অনেক কর্মচারী আছে তাদের বেতন দেওয়া সমস্যা হয়ে যাবে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে
পুলিশ যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ব্যবসা বন্ধ করে দিতে হবে আমাদের। আর এতেই সমস্যা পড়বে ব্যবসার সঙ্গে যুক্ত থাকা অনেক পরিবার।