শিলিগুড়িতে রিচা ঘোষকে সম্বর্ধনা দেওয়া হলো ক্রিকেট লাভার্স এর পক্ষ থেকে
TODAYS বাংলা: শিলিগুড়িতে আজ ক্রিকেট লাভার্স এর পক্ষ থেকে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষকে সম্বর্ধনা দেওয়া হল।আজ শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর পক্ষ থেকে রিচা ঘোষের বাড়ি গিয়ে তার হাতে পুস্পস্তবক এবং মিষ্টি তুলে দেন শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর সদস্যরা।

উল্লেখ্য রিচা ঘোষ এবারে ইংল্যাণ্ডে গিয়ে ভারতীয় দলের হয়ে প্রায় সবকটি ম্যাচই খেলেন।রিচা জানান আমি আরো খুশী হতাম যদি আমার দেশ বিশ্বকাপ ফাইনালে খেলত।

কিন্তুু আমাদের দুর্ভাগ্য আমরা ভালো খেলেও ফাইনালে উঠতে পারি নি।তবে আমি বিশ্বাস করি আমাদের দল আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে।বর্তমানে প্রচুর প্রতিভাবান মহিলা খেলোয়াড় উঠে আসছে।

তারাই ভবিষ্যতে ভারতের নাম বিশ্বের দরবারে উজ্জল করবে।রিচা ঘোষকে এদিন অভিনন্দন জানান শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর সভাপতি মনোজ ভার্মা সহ অগনিত ক্রিকেট প্রেমীরা।
