সেভক রোড, বর্ধমান রোড, SF রোড, বিধান রোডে প্যাডেল রিকশা চালানোর অনুমতি দেওয়া হবে না
TODAYS বাংলা: “১৭ ই মার্চ ২০২২ থেকে শিলিগুড়ি শহরের ট্রাফিক প্রবাহকে সহজ করার জন্য, এশিয়ান হাইওয়ে, জাতীয় সড়ক সহ হিল কার্ট রোড, (ভেনাস মোড় থেকে), সেভক রোড, বর্ধমান রোড, SF রোড, বিধান রোডে প্যাডেল রিকশা চালানোর অনুমতি দেওয়া হবে না। পূর্বে বিভিন্ন আদালতের আদেশ দ্বারা এই চলাচল নিষিদ্ধ করা হয়েছে
সব ট্রাফিক গার্ডকে তা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
শিলিগুড়ি শহরের ট্রাফিক প্রবাহ সহজ করতে অনুসরণ করতে হবে আরও বিধিনিষেধ।জানা গেছে অনেকদিন ধরেই এই রিষ্কার উপরে নিষেধাজ্ঞা জারী করবার আলোচনা হচ্ছিলো।কিন্তুু সবদিক খতিয়ে না দেখে এই নিষেধাজ্ঞা জারী করবার পক্ষে ছিলো না প্রশাসনও নিজেও।অবশেষে পুলিশের সাথে এই আলোচনার পরেই সায় দেয় প্রশাসন।এদিকে এই খবর বাইরে বের হবার সাথে সাথে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে রিষ্কা ইউনিয়নের তরফ থেকে।তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই রায়ের ফলে রিষ্কাওয়ালাদের একদিনের রোজগার বন্ধ করে দেওয়া হল।এর ফলে তাদের রোজগার বন্ধ করে দেওয়া হল শুধু তাই নয় তাদের পরিবারের ভবিষ্যতেও অনিশ্চয়তার মুখে পৌছে গেল।তাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন তাদের বিকল্প ব্যাবস্থার কথা তৈরী করে দেন।