উচ্চমাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে বাজিমাত করলো শিলিগুড়ির রীতা
TODAYS বাংলা: শিলিগুড়ি হায়দারপাড়া বুদ্বভারতী ইষ্কুলের রীতা হালদার এবারে সবাইকে চমকে দিয়ে উচ্চমাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে।বাবা অশোক হালদার এবং মা শিপ্রা হালদার আনন্দের চোটে কথাই বলতে পারছেন না।বাবা অশোক হালদারের হায়দারপাড়াতে একটি চায়ের দোকান আছে। রিয়ার প্রাপ্ত নম্বর 492।রিয়া জানালো দিনে সে 12 থেকে 14ঘন্টা পড়াশোনা করেছে।সে জানিয়েছে তার ইষ্কুলের দিদিমনিরা তাকে সবরকমভাবে সাহায্য করেছে।

আর বাড়িতে তাকে সাহায্য করে গেছে বাবা,মা দাদা বৌদি এবং বোন।বড় হয়ে রিয়া ডাক্তার হতে চায় বলে জানিয়েছে।এবং সে গান শুনতে এবং মমো খেতে প্রচণ্ড ভালোবাসে। তবে সে জানিয়েছে ভবিষ্যতে সরকার যদি তাকে সাহায্য করে তবে তার পড়াশোনা করতে এবং ভবিষ্যত তৈরী করতে সুবিধা হবে।