নদীতে ঝাঁপ, নবম শ্রেণীর ছাত্রীর
মালদা: নারায়ণ সরকার:
মহানন্দার ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণীর এক ছাত্রীর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়। ভরদুপুরে লোকজনের সামনে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা জানাজানি হতেই ওই ছাত্রীকে উদ্ধারে এগিয়ে আসেন আশেপাশের লোকজন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই ছাত্রীকে উদ্ধার করা হলেও তার শরীরে আঘাত লেগেছে বলেও জানা যায়। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ওই ছাত্রীর নাম মিষ্টি ঝা(১৪) সে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে থাকে। মালদার কেন্দ্রীয় বিদ্যালয়ে নবম শ্রেণীতে পাঠরত রয়েছে ওই ছাত্রী। তার বাবা পেশায় বিএসএফ কর্মী। ওই ছাত্রী অচৈতন্য অবস্থায় থাকলেও তার কাছ থেকে একটি পরিচয় পত্র উদ্ধার করেছে পুলিশ। সেই পরিচয় পত্রে ওই ছাত্রীর নাম ও ঠিকানা জানা গিয়েছে। তবে কি কারণে আত্মহত্যার চেষ্টা করেছে ওই ছাত্রী সে সম্পর্কে পুলিশ পরিষ্কার করে কিছু জানাতে পারে নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুর ১ টা নাগাদ স্কুল পোশাক পরে মঙ্গলবাড়ীর ব্রিজ থেকেই মহানন্দা নদীর মাঝখানে ঝাঁপ দেয় ওই ছাত্রী। এরপরই নদীতে স্নান করার সময় কিছু লোক ওই ছাত্রীকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।