পানকৌড়ি মোড়ে গাড়ির সংঘর্ষে বড় দুর্ঘটনা
TODAYS বাংলা: শিলিগুড়ি এবং জলপাইগুড়ি বাস চলাচলের রাস্তায় একটি ডিম বোঝাই গাড়ির সাথে একটি যাত্রী বোঝাই গাড়ির সংঘর্ষ হয় পানকৌড়ি মোড় এলাকাতে। ওই সংঘর্ষে ডিম বোঝাই গাড়িটি সম্পুর্ন উলটিয়ে গিয়ে নীচে পড়ে যায়।এবং প্রায় ৭০%ডিম নষ্ট হয়ে যায়।যদিও এই ঘটনায় কারো গুরুতর আহত হবার খবর পাওয়া যায় নি। গাড়ি থেকে ডিম পড়ে গেছে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

তারা নীচে নেমে ডিম কুড়িয়ে নিয়ে চলে যান পুলিশ চলে আসবার আগেই।নষ্ট হয়ে যাওয়া ডিমগুলি পুলিশ এসে উদ্বার করে একটি বাষ্কের মধ্যে নিয়ে পাঠিয়ে দেয়। এদিকে স্থানীয় মানুষের অভিযোগ কে আগে যাবে এই প্রতিযোগিতা এই রাস্তায় অনেকটাই বেড়ে গেছে,ফলে একদিকে যেমন অনেকে আহত হচ্ছেন,তেমনি অন্যদিকে জিনিসপত্রও নষ্ট হচ্ছে প্রচুর।অথচ না পুলিশের না প্রশাসনের কোন হেলদোল নেই।অবিলম্বে এই রাস্তায় কড়া ট্রাফিকের ব্যাবস্থা করা উচিত বলে জানান তারা।তারা আরো জানান মাঝে মধ্যেই মাছ এবং ডিমের গাড়ি উলটিয়ে পড়ে প্রচুর জিনিস নষ্ট হয়। তা হলেও কেউ এগিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না।