চুরি করতে বাধা দেওয়ায় কি ছুরির আঘাত গৃহস্থকে ?
গোপাল বিশ্বাস: নদীয়া :
চুরি করতে বাধা দেওয়ায় কি ছুরির আঘাত গৃহস্থকে ? নদিয়ার শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বর তিলি পারার ঘটনা । জানা যায় কয়েকজন গতকাল গভীর রাতে রাজীব পালের বারিতে হানা দেয় চুরির উদ্দেশ্য তারপর তার ছেলে সেই চোরকে বাধা দিতে গেলে হঠাৎই তার উপর ছুরি দিয়ে হামলা করে । যদিও রাজীব বাবুর দাবি তিনি তাঁত চালিয়ে দিন কাটায় সেখানে তার বারিতে চুরি করার মতো কিছু নেই । তবে পারিবারিক কোনো অশান্তি থেকেও হতে পারে এই ঘটনা বলে মনে করছেন রাজীব বাবু । ঐ এলাকার কো অর্ডিনেটর কে এই বিষয়ে জানালে তিনি বলেন প্রশাসন চিহ্নিত করছে খুব শীঘ্রই দোষীদের খুজে বের করে শাস্তি দেবেন ।