দিনেদুপুরে বই এবং খেলাধুলার সরঞ্জামের দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য
TODAYS বাংলা: দিনেদুপুরে বই এবং খেলাধুলার সরঞ্জামের দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য দিনেদুপুরে বই এবং খেলাধুলার সরঞ্জামের দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য। গোটা চুরির ঘটনা উঠে এল সিসি ক্যামেরার ফুটেজে। ঘটনাটি শান্তিপুর হাসপাতাল সংলগ্ন কুন্ডু বুকস এন্ড স্পোর্টস প্যালেস নামে একটি দোকানের। ওই দোকানের মালিক সনাতন কুন্ডুর অভিযোগ, রবিবার দুপুর দুটো নাগাদ হঠাৎই দুই যুবক তার দোকানে একটি ক্রিকেট ব্যাট কিনতে আসে এবং তাকে বোম্বে ব্যাট- নামে একটি ক্রিকেটের ব্যাট দেখতে চাই।




দোকানদার সনাতন কুন্ডু সিসি ক্যামেরার আড়াল হয়ে অন্যত্র ব্যাট গুলি নিয়ে আসতে গিয়েই এসে দেখে দোকানের সবথেকে দামি ক্রিকেটের ব্যাটটি আর নেই। নিমেষের মধ্যে ওই ক্রিকেট ব্যাটটি চুরি করে নিয়ে ওই যুবকরা পালিয়ে যায়, এরপরই দোকানের ভেতরে রাখা সিসি ক্যামেরার ফুটেজে সমস্ত চুরির ঘটনা উঠে আসে। দিনের বেলায় দোকানের ভেতর থেকে এইভাবে চুরির ঘটনায় তাজ্জব হয়ে পরে দোকানদার সনাতন কুন্ডু। যদিও এই চুরির ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ কারী সনাতন কুন্ডু। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।