April 20, 2025 | Sunday | 2:08 PM

৪ মাসেই মেকআপের প্রতি এক অনবদ্য ভালোবাসা রপ্ত করেছেন সাবানা

0

TODAYS বাংলা, প্রীতি পাত্র: নিজের ভালোলাগা থেকেই মানুষ কাজ শুরু করে। কিন্তু সবসময় সাফল্য পাওয়াটা সহজ হয় না। কিন্তু যারা ভালোলাগা থেকে শুরু করা নিজের কাজটাকে নিজের ধ্যান , জ্ঞান , পেশা সবকিছু বানিয়ে নিতে পারে তখনই সে সাফল্য অর্জন করতে পারে। সেইরকমই একজনের কথা নিয়ে আজ উপস্থিত হয়েছি আমরা। নাম সাবানা সেখ, মাত্র ৪ মাস হল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছেন।

সময়টা অনেক কম হলেও নিজের অদম্য ইচ্ছাশক্তির ফলেই একাধিক কাজ করেছেন সাবানা। পার্টি মেকআপ, থিম মেকআপ, ব্রাইডাল সবধরনেরই কাজ ইতিমধ্যেই রপ্ত করেছেন সাবানা। তিনি বলেন, ” ভালোলাগা থেকেই মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলাম।

কিন্তু এখন এটাই আমার সবকিছু হয়ে দাঁড়িয়েছে। একটা অবিশ্বাস্য ভালোবাসা কাজ করে আমার মেকআপের ওপরে। যতদিন আমরা হাত সক্ষম থাকবে ততদিন আমি এই কাজ করে যাবো কখনো পেছন ফিরে তাকাবোনা। ” সত্যিই ৪ মাসেই মেকআপের প্রতি এক অনবদ্য ভালোবাসা তৈরি করেছেন সাবানা।

সদ্য TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ দ্বিতীয় বর্ষের ব্যানার শ্যুটেও মেকআপ আর্টিস্ট
হিসেবে কাজ করেছেন সাবানা। তিনি বলেন, ” সত্যি কথা এর আগে অনেক জায়গায় কাজ করেছি এমন পরিবেশ আগে কোথাও পাইনি। একেবারে সম্মানের সহিত এখানে কাজ করতে পেরেছি।

আর সবাই যেভাবে আপন করে নেয় সেখান থেকে মনে হয় এটা যেন একটা পরিবার। আশাকরি আগামী দিনেও এখানে কাজ করার সুযোগ পাবো। ” কেউ যদি সাবানা সেখ কাজে নিজের মেকওভার করতে চান তাহলে ৮১০০২৭৮১৩৫ এই নাম্বারে যোগাযোগ করূন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *