শহীদ দান দিবস পালন করল ত্রিপুরা
৬-ই ফেব্রুয়ারি পুরাতন আগরতলা খয়েরপুরে শহীদদান দিবস পালন করল ত্রিপুরা সিপিআইএম দল। উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য আহ্বায়ক পবিত্র কর সহ অন্যান্যরা।
এদিন পবিত্র কর বলেন যে,১৯৮৮-৮৯ সালে ত্রিপুরায় জোট রাজত্বের কালো বিভীষিকাময় দিনগুলিতে কংগ্রেসী ঘাতক বাহিনীর হাতে প্রকাশ্য দিবালোকে খয়েরপুর বাজারে কুপিয়ে-পিটিয়ে সিপিআইএম নেতা গোপাল ঘোষ,ধীমান দেব, ইন্দ্রজিৎ দাস, বিকাশ দে’কে হত্যা করে। আরেক সন্ধ্যায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক তথা সিপিআইএম নেতা মনোরঞ্জন ধর’কে ঘাতক বাহিনী নিষ্ঠুর ভাবে হত্যা করে। সুকান্তপল্লীর সিপিআইএম নেতা তাপস চৌধুরী ,আর কে নগরের সিপিআইএম নেতা মুফেজা খাতুনও ঘাতক বাহিনীর হাতে নিহত হয়েছিলেন । আজ সকালে পুরাতন আগরতলা খয়েরপুরে সিপিআইএম দলের সকল নেতা-নেত্রী ও কর্মীরা ভারাক্রান্ত হৃদয়ে শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি জানান।ভিও।