মুক্তি পেল আজ সঙ্গীতশিল্পী সমুদ্রের স্বরোচিত গান “সাজনা”
TODAYS বাংলা, শ্রেয়া দাস:
সমুদ্র ভৌমিকের গাওয়া গান ” সাজনা”। আজ সেই গানের শুভমুক্তি। বাংলা মৌলিক গানকে এগিয়ে নিয়ে যেতেই শিল্পীর এই প্রয়াস। এই গান মুক্তি পেলো ” Awaz suno again” নামক একটি ইউটিউব চ্যানেলে।

সমুদ্র কোনোদিনই কারোর কণ্ঠি হয়ে থাকতে চাননি চেষ্টা করেছেন মুক্তভাবে নিজের শিল্পকে বাংলা সংগীতে দান করতে।

একজন শিল্পী যখন অন্যের গান নিজের কণ্ঠে গান তখন সকলে সেটার বাহবা এমনিই দেন, কিন্তু যখন সে নিজের গান কোনো অনুষ্ঠানে গান সেটা হয় একটা রোমাঞ্চকর মুহূর্ত। আর প্রত্যেক শিল্পীর কাছে শ্রোতা ও দর্শকের উচ্ছাস টাই খুব গুরত্বপূর্ণ। সমুদ্র এরম কয়েকটি গান গেয়েছেন। সাজনার পর পরবর্তি গান আসতে চলেছে ” ১০০ বছর পর”।
তার এই যাত্রায় ও তার সদ্য মুক্তিপ্রাপ্ত “সাজনা”- র জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
রইলো গানের লিঙ্ক https://youtu.be/pXbwpQFUvWc