April 19, 2025 | Saturday | 11:41 PM

বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে উস্থি হাই স্কুল প্রাঙ্গণে সম্প্রীতির ইফতার মজলিস অনুষ্ঠিত হয়

0

বাইজিদ মন্ডল , TODAYS বাংলা: মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক
গিয়াস উদ্দিন মোল্লা মহাশয়ের উদ্যোগে মগরাহাট পশ্চিম ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির আয়োজনে ও মগরাহাট পশ্চিম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় উস্থি হাই স্কুল প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এই বছর ও পবিত্র রমযান মাস উপলক্ষে এক সম্প্রীতির ইফতার মজলিসের আয়োজন করা হয়। এই সম্প্রীতির ইফতার মজলিস উপলক্ষে উপস্থিত ছিলেন,


সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা কুল্পী বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার,
সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার,
মগরাহাট ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানবেন্দ্র মন্ডল,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা,


দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্যা
তন্দ্রা পুরকাইত,
মগরাহাট পশ্চিম ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি হাজী ইসমাইল,
মগরাহাট পশ্চিম ব্লক প্রস্তাবিত যুব সভাপতি সাবির পুরকাইত,


মগরাহাট পশ্চিম ব্লক I.N.T.T.U.C সভাপতি
ফিরোজ পুরকাইত,ব্লক শিক্ষা কর্মাদক্ষ সেলিম খান,সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্বগণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *