আগামী বছরে মুক্তি পেতে চলেছে সমুদ্র ভৌমিকের স্বরোচিত গান ‘১০০ বছর পর ‘
TODAYS বাংলা, শ্রেয়া দাস: সঙ্গীতশিল্পী সমুদ্র ভৌমিকের স্বরোচিত গান প্রকাশিত হতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৩ এর ৪ ঠা জানুয়ারি। গানটির নাম ‘১০০ বছর পর ‘। এই গানটি মেরি আওয়াজ শুনো নামক একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এই গানটি তার ১০ বছর আগের লেখা যখন তিনি একজন কলেজ ছাত্র ছিলেন।


বলা যায় কলেজ প্রেমের গান এটি তার। পুরোটাই নিজস্ব উপলব্ধি ও অভিজ্ঞতার ভিত্তিতে লেখা এই গান। কোনো রকম কল্পনার মিশেল নেই। ১০০ বছর হলো মানুষের জীবনের ডেডলাইন। এই ডেডলাইন আমরা ধরে থাকি একটা মানুষের জীবনের সময় হিসাবে। ঠিক সেরকমই এই গানের অর্থাৎ হলো মানুষ মরে গেলেই এই গান আর এই প্রেম ১০০ বছর বাদেও বেঁচে থাকবে। গানের মধ্যে দিয়ে প্রেমটাকে বাঁচিয়ে রাখা।


