April 20, 2025 | Sunday | 5:21 PM

সঞ্চিতাস মেকওভার স্টুডিও অ্যাকাডেমির ২ বছরেই বাজিমাত

0

TODAYS বাংলা, প্রীতি পাত্র: সঞ্চিতাস মেকওভার স্টুডিও অ্যাকাডেমি। নাম তো অবশ্যই শুনেছেন। না শুনলে এখনই শুনে নিন। সঞ্চিতাস মেকওভার স্টুডিও অ্যাকাডেমির কর্ণধার হলেন সঞ্চিতা জানা। মেকআপ আর্টিস্ট হিসেবে প্রায় ৫ বছরের সফর তার । আর তার এই স্টুডিও ও অ্যাকাডেমি সফর প্রায় ৪ বছরের হলেও জনপ্রিয়তা পেয়েছে প্রায় ২ বছর ।

এই ২ বছরের এর মধ্যেই প্রায় ৭ টি ক্লাস সম্পূর্ণ করেছেন সঞ্চিতা। প্রত্যেক সপ্তাহে শনিবার ও রবিবার ক্লাস করান তিনি। যেহেতু তার কাছে অনেক বিবাহিত মহিলাও ক্লাস করেন, তাই তাদের সুবিধার জন্য দুপুর ১ টা থেকে শুরু হয় তার ক্লাস। শুধু যে অফলাইন ক্লাস হয় তা কিন্ত নয়, অনলাইনেও ক্লাস করান তিনি।

সঞ্চিতাস মেকওভার স্টুডিও অ্যাকাডেমিতে নতুনদের জন্য রয়েছে শেখার সুযোগ। সঞ্চিতাস মেকওভার স্টুডিও অ্যাকাডেমির একজন ছাত্রী বলেন, ” এটা আমাদের পরিবারের মত। সপ্তাহের এই দুটো দিনের জন্য আমরা অপেক্ষা করি। আর মনির(সঞ্চিতা) এত ভালো ব্যাবহার যার তুলনা হয়না। উনি আমাদের সবকাজ একেবারে হাতে ধরে শেখান। কোনো কাজ না বুঝতে পারলে বার বার করে বোঝান। হয়তো অনেকদিনের আগে শেখানো কোনো কাজ ভুলে যাই, সেটাও জিজ্ঞাসা করলে যত্ন সহকারে উনি আমাদের শিখিয়ে দেন। “


সঞ্চিতাস মেকওভার স্টুডিও অ্যাকাডেমির একজন প্রাক্তন ছাত্রী বলেন, ” আমার ক্লাস অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তবুও আমি মাঝে মাঝেই এনার কাছে আসি। মেকআপ শেখার তো কোনো শেষ হয়না । তাই সবদিনই নতুন নতুন কিছু শেখার জন্য এখানে আসি। আর এখানে কাজ শিখতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে হয় । এনার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যারা মেকআপ শিখতে ইচ্ছুক অবশ্যই এখানে আসুন। “

সঞ্চিতা বলেন, ” আমি যা কিছু তার পেছনে আমার স্বামী আর আমার ছেলের অবদান সবথেকে বেশি। ওরা আমাকে সাহায্য না করলে এটা হতে পারত না। আর আমার স্টুডেন্টদের আমি নিজের পরিবারের লোক মনে করি। ওরা না থাকলে আমার দিন গুলো এতটা ভালো কাটত না হয়তো। “

উল্লেখ্য , সঞ্চিতাস মেকওভার স্টুডিও অ্যাকাডেমির কর্ণধার সঞ্চিতা জানা কে ২০১৫ সালে ISO certified করা হয়। অবশ্যই কেও যদি এখানে ক্লাস করতে চান তাহলে ৯৮৩৬২৭৯৫৬৩(9836279563) এই নাম্বারে যেগাযোগ করুন । আপনার একটা পদক্ষেপ হয়তো আপনার ভবিষ্যতের চাবিকাঠি হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *