সংসার সামলেও ভালোবাসাকে এগিয়ে নিয়ে গেলেন সন্ধ্যা দাস
TODAYS বাংলা, শ্রেয়া দাস: সন্ধ্যা দাসের ভালোবাসা হলো গোটা মেকআপ জগৎ। অনেক আগেই শুরু হয়েছিল তার এই প্রফেশনে পথ চলা। ১৯৯৪ সালে বিউটিশিয়ান কোর্স করেন তিনি। তারপর আস্তে আস্তে ১৯৯৯ তে কাজ শুরু হয় তার।


বরাবরই মেকআপ করতে ভালোবাসেন, মানুষকে সাজাতে ভালোবাসেন তাই এটা নিয়েই তিনি কাজ করতে চান। সংসারের সব কিছু সামলে স্বামী, পরিবার সব কিছু দেখে তারপর নিজের কাজ করতেন।

স্বামী সাপোর্ট করেছেন তার এই পথ চলায়। ছোটবেলায় পড়াশুনা করতে খুব ভালো লাগতো তার নিজেকে সামান্য নারী বলেই সম্বোধন করেছেন কিন্তু আসলে যে তিনি সামান্য নন তার কাজেই তা প্রমাণিত।


TODAYS বাংলার সাথে ম্যাগাজিন শুটে কাজ করে তার খুব ভালো লেগেছে আগামীতে তিনি এরকম আরও কাজ করতে চান। TODAYS বাংলার তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা।

