April 20, 2025 | Sunday | 1:39 PM

১৭ নম্বর ওয়ার্ডে সাংস্কৃতিক প্রার্থী নির্বাচন!

0

উত্তরবঙ্গের লোক সংস্কৃতি , গবেষক ,আবৃত্তিকার তথা কাটুম কুটুম শিল্পী , দিলীপ কুমার বর্মা নিজেকে সমাজসেবার কাজে নিয়োজিত রাখতে এই বার জলপাইগুড়ি পুর নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়েছেন ।

বিরোধীদের কোন ভাবেই আক্রমণ না করেই নিজের পরিচয়ে সুন্দর ভাবনা নিয়ে এইবার তিনি পুরসভা ভোটে লড়ছেন । রাজনৈতিক অভিজ্ঞতা কম হলে ও মানুষের সমস্যা থাকলে তা দূরীকরণে এগিয়ে আসবেন নির্বাচনে জেতার পর বলে জানা গেছে । এলাকার মানুষের বিপুল সমর্থন পাওয়ার আশাবাদী তিনি । তাই তিনি এবারের পুর নির্বাচনে বিপুল ভোটে জিতবেন বলে মনে করছেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *