স্বচ্ছ ইমেজের কাজ পাগল নব নির্বাচিত কাউকে পুরপ্রধান করা হোক
TODAYS বাংলা: স্বচ্ছ ইমেজের কাজ পাগল নব নির্বাচিত কাউকে পুরপ্রধান করা হোক। এমনই দাবিতে বুধবার সন্ধেতে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুন্দিয়া পাঁচ মাথা মোড়ের দলীয় কার্যালয়ে হোমযজ্ঞ করলেন তৃণমূল কর্মীরা। এই হোমযজ্ঞের প্রধান উদ্যক্তা ওই ওয়ার্ডের নব নির্বাচিত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়।
ভাটপাড়ায় পুরপ্রধানের পদের ক্ষেত্রে দুর্দিনের ভালো কাউকে প্রার্থী করার জোরালো দাবি করলেন সত্যেন রায়। যজ্ঞের কারন প্রসঙ্গে তিনি বললেন, ওয়ার্ডের বাসিন্দারা যাতে সুস্থ থাকে। পাশাপাশি দিদি যাতে ভালো কাউকে ভাটপাড়ায় পুরপ্রধানের মসনদে বসান। সেই কামনায় এদিন হোমযজ্ঞ করা হল।