April 20, 2025 | Sunday | 9:24 AM

কড়া নিরাপত্তার মধ্যে র্নিবিঘ্নে শেষ হল প্রথম দিনের পরীক্ষা

0


সৌরভ দত্ত: আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা র্নিবিঘ্নে শেষ হল। প্রশ্নপত্র সহজ হয়েছে, সেই নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি ছাত্রছাত্রীদের মধ্যে।
পরীক্ষাচলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় কিছু কিছু এলাকায়। দুষ্টুমির সম্ভাবনা কম না বেশি, তার বিচার করে চিহ্নিত করা হয়েছে কিছু কিছু এলাকা। আজ থেকে পরের সপ্তাহের বুধবার পর্যন্ত আট দিন (বৃহস্পতি ও রবিবার স্বাভাবিক থাকবে পরিষেবা) ওই এলাকাগুলিতে চার ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকবে ইন্টারনেট।
একটি নির্দেশিকায় এই কড়াকড়ির যুক্তিও ব্যখ্যা করেছে রাজ্য। তাতে বলা হয়েছে, ভারতীয় সংবিধান যেমন আমাদের ভাব প্রকাশের স্বাধীনতা দেয়, তেমনই নাগরিকদের স্বার্থে সেই স্বাধীনতা খর্ব করতেও পারে। যদিও একই সঙ্গে রাজ্য তার বিবৃতিতে জানিয়েছে, ইন্টারনেট বন্ধ থাকলেও ফোন বা এসএমএস করা যাবে ওই এলাকাগুলি থেকে।


দু’বছর পর ফের হলে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থীরা। গত বছর অর্থাৎ ২০২১ সালে মাধ্যমিক হয়নি। ২০২০ সালেও আচমকাই অতিমারি শুরু হওয়ায় কিছু আগে শেষ হয়েছিল পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর আগে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কথা ভোলেনি রাজ্য। তা মনে রেখেই এই অতিরিক্ত সতর্কতা।
পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন যাতে প্রশ্নপত্র কোনও ভাবেই হলের বাইরে না যায় তা নিশ্চিত করতে বিশেষ ভাবে চিহ্নিত এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, “এবার ১৪৩৫টি মূল পরীক্ষাকেন্দ্র বা সেন্টার থাকছে। এছাড়াও আরও সাব ভেন্যু থাকছে ২ হাজার ৭৫৯টি। সবমিলিয়ে মোট ৪ হাজার ১৫৪টি কেন্দ্রে এবার পরীক্ষা হল। এবার মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র। ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *