মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিলো আলিপুরদুয়ার জেলা পুলিশ
TODAYS বাংলাঃ কোনভাবে যদি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে কোন রকম সমস্যা না হয় তার জন্য জেলা পুলিশের তরফে পুলিশের বাইক বাহিনী। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকছে পুলিশ সহায়তা কেন্দ্র। থাকছে ৭ টি টল ফ্রি নম্বর। এই নম্বরে ফোন করলেই পরীক্ষার্থীদের কাছে বাইক নিয়ে হাজির হবে পুলিশ কর্মীরা।
জানাগেছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌছাতে পারে সে কারণে বিশেষ উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। আলিপুরদুয়ারের প্রতিটি বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ এলাকায় করা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র। শহরের যানজট বা অন্য কোন কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের
পরীক্ষাকেন্দ্রে পৌছতে যদি কোনরকম সমস্যা হয়, তাহলে পুলিশ সহায়তা কেন্দ্রে ফোন করলেই পুলিশের বাইকবাহিনী পৌঁছে যাবে সেই পরীক্ষার্থীর কাছে। পুলিশের বাইকে চেপেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছে যাবেন। এই কাজে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের। মেয়ে পরীক্ষার্থীদের জন্য রয়েছেন মহিলা কনস্টেবল। প্রত্যেক সহায়তা কেন্দ্রেই রাখা হয়েছে স্কুটি বা মোটর বাইক। এদিন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, পরীক্ষার দিনগুলোতে যানে শহরে যানজট সৃষ্টি না হয় তারজন্য বিশেষ নজরদারী থাকছে ট্রাফিক পুলিশের। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে যাতে কোনরকম অসুবিধা না হয় তারজন্য সজাগ দৃষ্টি থাকছে পুলিশের তরফে। জেলার প্রত্যেক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।