মাধ্যমিক পরিক্ষার তালিকা প্রকাশ
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য তথা দেশে চলছে মহামারী, ইতিমধ্যেই আংশিক লকডাউন শুরু হয়ে গেছে রাজ্যে এবং এই লকডাউনের জেরেই বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে চলেছে বিক্ষোভ। ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানান যে সমস্ত কিছু খোলা থাকা সত্ত্বেও কেন খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। প্রত্যেকেই মুখিয়ে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর। তারই মাঝে রয়েছে ধন্ধা যে কিভাবে পরীক্ষার পরিক্রম হবে মাধ্যমিকের। এই নিয়ে বহু বিতর্ক চলে উপর মহলে অবশেষে আজ তার অবসান ঘটল। প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয় হল যে অফলাইন পরীক্ষা হবে এবং তার তালিকাও সুস্পষ্ট করে বলে দেওয়া হল।
এই ঘটনায় স্বস্তির নিশ্বাস ফেলে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা। প্রত্যেকে মুঝিয়ে ছিল এই কথাটি জানার জন্য। আজ সকলে জেনে গিয়ে নিশ্চিন্ত হতে পেরেছে এই ব্যাপারে। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি হল –
১) ৭ মার্চ – প্রথম ভাষা
২) ৮ মার্চ – দ্বিতীয় ভাষা
৩) ৯ মার্চ – ভূগোল
৪) ১১ মার্চ – ইতিহাস
৫) ১২ মার্চ – জীবন বিজ্ঞান
৬) ১৪ মার্চ – অঙ্ক
৭) ১৫ মার্চ – ভৌত বিজ্ঞান
৮) ১৬ মার্চ – ঐচ্ছিক বিষ