April 20, 2025 | Sunday | 11:41 AM

মাধ্যমিক পরীক্ষার্থীদের রাখা হয়েছে আইসোলেশন সহ স্যানিটাইজড ঘর

0

TODAYS বাংলাঃ আগামী ৭ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। তার আগে শনিবার সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যপাধ্যায়। তিনি জানান, সম্পূর্ণ কোভিড বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে সকলকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। পরীক্ষার্থীদের মধ্যে ৫ ফুট দূরত্ব রাখা হবে।
তিনি আরও জানান, কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, তাদের জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম রাখা হবে। সেই রুমে বসেই তারা পরীক্ষা দেবে। তাঁর কথায়, শুধু করোনা নয়, এই সময় অনেকের পক্সও হয়। সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীরাও আলাদা ঘরে বসেই পরীক্ষা দেয় এবং পরীক্ষার পর তাঁদের খাতা স্যানিটাইড করে নেওয়া হয়। পাশাপাশি অসুস্থ পরীক্ষার্থীদের জন্য নিকটবর্তী হাসপাতাল বা ব্লক হেলথ সেন্টারেও পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত থাকবে বলে জানান পর্যদ সভাপতি। তিনি জানান, চিকিত্‍সকদের উপস্থিতিতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।

সোমবার সকাল ১১.৪৫ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক। বেলা ১২টা থেকে উত্তর লেখা শুরু করবে পরীক্ষার্থীরা। ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। দুপুর ১.১৫ মিনিটের আগে কেউ হল থেকে বেরনোর অনুমতি পাবে না। প্রসঙ্গত, আগে শৌচাগার বা অন্য কারণে হলের বাইরে যাওয়ার অনুমতি মিলত ৪৫ মিনিট পরে।

উল্লেখ্য, ২০২০’র পর এই বছর ফের হাতেকলমে মাধ্যমিক পরীক্ষা হবে। মাধ্যমিক শুরুর মাসখানেক আগে থেকেই নিরাপত্তা ও নজরদারি নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের সঙ্গে আলোচনা শুরু করে দেয়। কলকাতা পুলিশের সদর দপ্তরে লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গেও বৈঠক করেছেনন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *