গরমের ছুটির ব্যাপারে স্কুল পরিদর্শক কমিটির সাথে বৈঠক করলেন শঙ্কর ঘোষ
TODAYS বাংলা: আজকে গরমের ছুটির ব্যাপারে স্কুল পরিদর্শক কমিটির সাথে বৈঠক করলেন শঙ্কর ঘোষ।তিনি জানালেন প্রচণ্ড গরমে বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে,গরমের কারনে বাচ্চাদের স্কুলে যেতে প্রচণ্ডভাবে সমস্যা তৈরী হচ্ছে।


তাই ইষ্কুল পরিদর্শক মন্ডলির সাথে কথা বললাম যাতে এই ব্যাপারে কোন রকমের সুরাহা করা যায়।যদি সবকিছু ঠিকঠাক চলে তবে সব ইষ্কুলের কাছেই আলাদা আলাদা করে নির্দেশিকা চলে আসবে।

শঙ্কর ঘোষ আরো জানান গরমের কারনে ইষ্কুলগুলি বন্ধ করবার ব্যাপারে রাজ্য সরকারের সাথেও তিনি আলোচনা করতে প্রসতুত।এখানে কোন রকমের রাজনৈতিক মধ্যস্থতা করা হবে না।

এদিন শঙ্কর ঘোষ আরো জানান আমাদের একটা প্রচেষ্টা আছে বাচ্চাদের যাতে কোন রকমের অসুবিধা না হয়।শঙ্কর ঘোষ আরো জানান আমি ইষ্কুল প্রতিনিধিদের সাথে কথা বলেছি যাতে এই ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া যায়।
