১৪ বছরের সফরে আজ জয়ী তানি
TODAYS বাংলা, প্রীতি পাত্র: আজ থেকে ১৪ বছর আগে যখন মেকআপ নিয়ে কারও কোনো ধারনা ছিলনা, যে মেকআপ করেন তিনিও যে একজন শিল্পী হতে পারে সেই ধারনাও কারও ছিলনা। সেই সময় থেকেই একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে তৈরি করেছেন তানি ভট্ট।

তখনকার মেকআপ আর এখনকার মেকআপ দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শুধু যে মেকআপ করার ধরন তাই না সবকিছুই এখন একেবারে অন্যরকম। তখন মানুষ মেকআপ কী জিনিস জানত না।

মেকআপ আর্টিস্ট বলে কিছু হতে পারে সেটাও ছিল ভাবনার বাইরে। আর এখন মানুষ তো মেকআপ ছাড়া একপাও চলতে পারেন না, এমনটাই বলেন মেকআপ আর্টিস্ট তানি ভট্ট।

১৪ বছর আগে থেকে সফর শুরু হলেও গত পাঁচ বছরের নিজের মেকআপ স্কিলড পরিবর্তন করছেন তিনি। এখানকার মেকআপ আর্টিস্ট দের সাথে পাল্লা দিয়েই সবকিছু নতুন ভাবে শিখে নিজেকে তৈরি করেছেন। এখন আর তখনের মধ্যে পাল্লা দেওয়ার ব্যাপারটা খুব সহজ না হলেও হার মানেননি তানি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

প্রায় সবধরনের মেকআপ তিনি করে থাকেন। সদ্য TODAYS বাংলা ম্যাগাজিনের সাথেও কাজ করেন তিনি। তার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ” এর আগে অনেক জায়গায় কাজ করেছি এখানের পরিবেশে কাজ করে যতটা আনন্দ পেয়েছি সেটা আর কোথাও পায়নি।

বারবার আমি TODAYS বাংলা- এর সাথে কাজ করতে চাই। কাজ করার সময় মনে হয় এটা আমার কাজের জায়গা নয় এটা আমার পরিবার। “
যদি আমাদের এই প্রতিবেদন পড়ার পর বা ওনার কাজ দেখার পর নিজের মেকওভার করতে চান ওনার কাছে তাহলে অবশ্যই ৬২৯০২৬৭২৩২ এই নাম্বারের যোগাযোগ করুন।
