শিয়রে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট
TODAYS বাংলা: শিয়রে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট।তাই আজই শিলিগুড়ির সমস্ত কাউন্সিলারদের একযোগে প্রচারে নামবার নির্দেশ দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।পাপিয়া ঘোষ জানালেন আমরা শিলিগুড়ি পুরসভাতে জয়লাভ করেছি,এবারে আমাদের লক্ষ মহকুমা পরিষদের ভোট।তাই আমাদের সমস্ত কাউন্সিলারদের অনুরোধ করছি তারা যেন সব কিছু মিটিয়ে মহকুমা পরিষদের ভোটে প্রচারে আসেন।

শিলিগুড়ির অনেক কাউন্সিলারই মহকুমা পরিষদের ভোটে প্রচারে আসতে চান না,তাদেরকে ম্যাসেজ পাঠানো হলে কিংবা গ্রুপে ম্যাসেজ পাঠালে তারা আসেন না।তাই এবারে কড়া বার্তা পাপিয়া ঘোষের।তিনি জানালেন প্রত্যেক কাউন্সিলারকেই দলের হয়ে প্রচারে আসতে হবে,দলের জন্যই তারা আজ কাউন্সিলার কাজেই দলের প্রয়োজনে তাদের প্রচারে নামতে হবে।
পাপিয়া ঘোষ এদিন জানান তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে,তাই এবারে মহকুমা পরিষদের ভোটে সবাইকে একসাথে লড়াই করতে হবে।