শিবরাত্রির দিন থেকেই খুলে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ
TODAYS বাংলাঃ শিবরাত্রির দিন থেকেই খুলে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এবার থেকে প্রতিদিনই ভক্তদের জন্য খোলা থাকবে গর্ভগৃহের দরজা। অতীতে মন্দির খুললেও করোনা আবহে গর্ভগৃহ ছিল বন্ধ। চোঙের মাধ্যমে শিবের মাথায় জল ঢালতেন ভক্তরা। কিন্তু মঙ্গলবার থেকে ভক্তরা সরাসরি পুজো করতে পারছেন। শিবচতুর্দশী উপলক্ষে সাধারণের জন্য খুলে দেওয়া হলো মন্দিরের গর্ভগৃহ। এই ব্যাপারে মন্দিরের পূজারী উৎপল চট্টোপাধ্যায় জানান, তিন বছরে এই প্রথম ভক্তরা বাবাকে সরাসরি স্পর্শ করতে পারবেন। মহাশিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই তারকেশ্বরে বিখ্যাত শিব লিঙ্গের উপর জল ঢালা শুরু হয়েছে।
এবার শিব রাত্রির দিন থেকেই ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে পারবেন। পাশাপাশি, শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দির সারা রাত খোলা থাকবে। মন্দির কর্তৃপক্ষের এই সিন্ধান্তে খুশি ভক্তরা। দু’ বছর আগে যখন প্রথম করোনা অতিমারির কারণে মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ পরবর্তীকালে একাধিক বিধিনিষেধ জারি করে দু’ দফায় মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হলেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না।
এবার সেই বিধিনিষেধ প্রত্যাহার করে নিল মন্দির কর্তৃপক্ষ৷ আগামিকাল ১ মার্চ অর্থাৎ শিবরাত্রির দিন থেকে গর্ভগৃহে প্রবেশে আর কোনও বাধা থাকছে না ভক্তদের। এই সংক্রান্ত নোটিস জারি করেছে মন্দির কর্তৃপক্ষ।
তবে সরকারি বিধিনিষেধ অনুযায়ী মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ করা যাবে না।মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও৷ শিবরাত্রিতে প্রতি বছরই তারকেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে৷ তবে করোনার কারণে গত বছর সেই ছবি দেখা যায়নি৷ মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়ায় এ বছর ফের শিবরাত্রিতে চেনা ছবি ফিরতে পারে তারকেশ্বরে৷ করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে রাজ্যের সমস্ত বড় মন্দির সহ ধর্মীয় স্থানগুলিই খুলে গিয়েছে৷ এবার সেই পথেই হাঁটল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষও৷