নববর্ষে মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘Insane’
TODAYS বাংলা: আমাদের সমাজে নানান রকমের মানুষ বসবাস করে। তাদের সবার চিন্তাভাবনাও আলাদা আলাদা। শুধু চিন্তাভাবনা না, তাদের হাঁটাচলা, কথা বলা, তাকানো সবই আলাদা। কিন্তু এই বৈশিষ্ট্যের মধ্যেও যদি স্বাভাবিক ভাব থাকে তবে তাদের আমরা স্বাভাবিক বলেই ধরবো। এই ছবি এমন এক মানুষের গল্প বলে যার নাম বিজিত ভট্টাচার্য। যে একজন বেকার। তার প্রেমিকা তাকে ছেড়ে দিয়েছে, তার পরিবার বলতে আছে কেবল শুধু তার বাবা – মা। সে বাড়ি থেকে বেরোয় না, ছোটো থেকেই একটু নিজের মধ্যে থাকতো, বিশেষ বন্ধু-বান্ধব নেই, পড়াশোনাতেও সে মোটামুটি ছিল।

বিজিতের একটি ক্যামেরা আছে আর সে সেটি একদিন চালিয়ে একটি ভিডিও করে এবং তার জীবনের কিছু কথা বলে। এমন কিছু কথা উঠে আসে যা তার ভাব ধারায় খুবই স্বাভাবিক লাগলেও অন্যান্য মানুষের কাছে তা খুবই অস্বাভাবিক এবং অস্বস্তিজনক লাগবে। এরকম মানুষ আমরা সাধারণত দেখে হয়তো চিনতে পারবো না ঠিকই কিন্তু এই ধরনের মানুষ আছে আমাদের এই সমাজে। এই বিজিত চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেবপ্রিয় সাধুখাঁ। গোধূলি প্রযোজিত স্নেহা কাঁড়ার এবং সৌরনীল সিংহ পরিচালিত এই ছবি মুক্তি পাবে এই মাসেই।


স্নেহা কাঁড়ার এবং সৌরনীল সিংহের এটি দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্যের ছবি। তাদের প্রথম কাজ ‘নির্বাক’, যেটিও একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। তারা স্বাধীন ভাবে নিজেদেরই প্রযোজনা সংস্থা ‘গোধূলি’ থেকে তাদের দুটি ছবি নির্মাণ করেছেন। তারা দুজনেই মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে এসে ছবি বানানোর কাজে মন দিয়েছেন।

স্নেহা কাঁড়ার বানিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন এবং সৌরনীল সিংহ শহরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নিয়ে উত্তীর্ণ হয়েছেন। কলেজে পড়াকালীন তারা দুজনে যে ছবি বানাবেন তা সিদ্ধান্ত করে ফেলেন। কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর একসাথে ছবি নির্মাণের কাজ শুরু করেন।

‘Insane’ ছবির প্রযোজক রবীন্দ্রনাথ মিত্র। এই ছবির চিত্রগ্রহণ করেছেন সৌভিক হাজরা। ছবির শব্দ পরিকল্পনা করেছেন সৈকত মন্ডল। ছবির সম্পাদনা করেছেন অরিজিৎ কোলে এবং সৌভিক হাজরা। রূপসজ্জা এবং পোশাকের দায়িত্বে ছিলেন মধুরা পাল। এই ছবির সঙ্গীত করেছেন সৈকত মন্ডল। এই ছবির একটি নিজস্ব গান আছে যেটির নাম ‘বিলম্বিত’। যার সুরকার এবং গীতিকার তথাগত। গানটি গেয়েছেনও তিনি। গানটি আয়োজন করেছেন সৈকত মন্ডল। গানটি ইতিমধ্যেই অনেকে শুনেছেন। বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে এবং গোধূলির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি আছে।


ছবিটি শুটিং হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। একবছর ধরে ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয় এবং পুরস্কার পায়। ইংল্যান্ড, গ্রীস, বাংলাদেশ সহ ভারতবর্ষের বেশ কিছু শহরে ছবিটি দেখানো হয়। অবশেষে এই মাসের ১৫ তারিখ অর্থাৎ নববর্ষের দিন ছবিটি MX Player এবং Hungama Play এই দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।